Monday, January 6, 2025

এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার: আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলকে নেতৃত্ব দিবেন উইকেটকিপার মোহাম্মদ হারিস। সর্বশেষ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পারফমেন্স বিবেচনায় বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে রাখা হয়েছে।

আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপের আসর। ঐ টুর্নামেন্টের আগে লাহারে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান। ৫০ ওভারের এবারের আসরের এই টুর্নামেন্টে মোট আটটি দল খেলবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। ‘বি’ গ্রুপে রয়েছে- ভারত, পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

১৫ জুলাই নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। এরপর ১৭ ও ১৯ জুলাই যথাক্রমে নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা। ২১ জুলাই দু’টি সেমিফাইনাল এবং ২৩ জুলাই হবে ফাইনাল। ইতোমধ্যে বাংলাদেশের নিজেদের দল ঘোষণা করেছে।

পাকিস্তান দল: মোহাম্মদ হারিস (অধিনায়ক), উমাইর বিন ইউসুফ, আমাদ বাট, আরশাদ ইকবাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাশির খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, কাশিম আকরাম, শাহিবজাদা ফারহান, সায়েম আইয়ুব, শাহনেওয়াজ দাহানি, সুফিয়ান মুকিম এবং তৈয়ব তাহির।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর