দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাড়তে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম।
দুই দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির দাম কেজিতে তিন-চার টাকা করে বেড়েছে। রমজান মাস শুরু হলে দাম আরও বাড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী ও ভোক্তাদের।
সরকার কৃষকদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভারত থেকে পেঁয়াজের আমদানি বন্ধ করে। ফলে ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়।
এদিকে বন্দরের মোকাম ও বাংলাহিলি বাজারে গিয়ে দেখা গেছে, বুধবার ও বৃহস্পতিবার যে পেঁয়াজ প্রকারভেদে ২২-২৪ টাকা কেজিতে বিক্রি হয়েছিল, শুক্রবার একই পেঁয়াজ ২৬-২৭ টাকায় বিক্রি হচ্ছে।