পোশাকে দাগ পড়া নিয়ে মন খারাপ থাকে অবশ্যই! শখের পোশাকে অসাবধানতায় চা -কফি কিংবা তেল পড়ে গেলে তার দাগ সহজে উঠতে চায় না। তবে কিছু পদ্ধতি জানা থাকলে ঝটপট দূর করতে পারবেন পোশাকের দাগ। চলুন জেনে নেই:
তেলের দাগ
দাগের অংশ পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিন। একটি পাত্রে বেকিং সোডা রাখুন, এতে ১-২ চা চামচ লেবুর রস মিশিয়ে নেবেন। পানি থেকে কাপড়টি বের করে দাগের জায়গায় বেকিং সোডার মিশ্রণ লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর একটি পরিষ্কার ব্রাশ দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
চা-কফির দাগ
প্রথমে দাগযুক্ত স্থানে সাদা ভিনেগার লাগিয়ে ৫ মিনিট রেখে দিন। কিছুক্ষণ পর লেবুর রস বা এক চিমটি লবণ মিশিয়ে আরও ৫ মিনিট রেখে দিন। ব্রাশ দিয়ে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সাদা ভিনেগার ও লবণের ঘন মিশ্রণ তৈরি করে লাগালেও উঠে যাবে দাগ।
চকোলেটের দাগ
আধা কাপ পানিতে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে মিশ্রণটি গরম করুন। দাগের উপর মিশ্রণটি ঢেলে দিন গরম অবস্থাতেই। ১০ মিনিট পর ব্রাশ দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
কালি বা লিপস্টিক
লিপস্টিক বা কালির দাগ দূর করতে চাইলে বেকিং সোডা, হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করুন। এছাড়া নেইল পলিশ রিমুভারও ব্যবহার করতে পারেন।