বিনোদন প্রতিবেদক: সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ ও আর্থিক প্রতারণার মামলা করেছেন ভারতের এক টেলিভিশন অভিনেত্রী।
অভিনেত্রীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই সহ-অভিনেতা তাকে শুধু ধর্ষণই করেননি, তার কাছ থেকে ৪ লাখ টাকাও নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, মামলার পর অভিযুক্ত অভিনেতা ১৪ মার্চ আগাম জামিনের আবেদন করেন। আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে।
তবে সম্প্রতি দিন্দোশি সেশনস কোর্ট অভিনেতার আগাম জামিনের আবেদন বাতিল করেছে।
অভিনেতার আইনজীবী শৈলেন্দ্র মিশ্র বলেন, আমরা ইতোমধ্যে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জমা দিয়েছি। আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। তিনি কখনো অভিযোগকারীকে স্পর্শ করেননি। তাই, ধর্ষণের প্রশ্নই ওঠে না।
এই আইনজীবীর আরও দাবি, ২০২২ সালের অক্টোবর মাসে অভিনেতার প্রতি আকর্ষণের কথা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। তার পর থেকেই যোগাযোগ এড়িয়ে চলেছিলেন অভিনেতা। প্রেমিকা আছেন জেনেও শুটিংয়ের সময় অভিনেতাকে মনের কথা বলেছিলেন তিনি।
তার কথায়, অভিযোগকারী অভিনেতার সুনাম ক্ষুণ্ন করে প্রচার চাইছেন। অভিনেতা তার সঙ্গে সম্পর্কে রাজি হননি বলেই এ পরিকল্পনা।
অন্যদিকে অভিনেত্রীর আইনজীবী শ্রেয়াংশ মিথারের দাবি, অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থাকাকালীন অন্য নারীর সঙ্গে সম্পর্ক করেছেন সেই অভিনেতা। তিনি যে আমার মক্কেলের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাকে ঠকিয়েছেন এ বিষয়ে যথেষ্ট প্রমাণ আছে।