Wednesday, May 8, 2024

‘আমার বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন আপনারা’

ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির জীবনে আবারও চলছে দাম্পত্য জীবনের টানাপড়েন। এর মাঝেই সম্প্রতি ছেলে রাজ্যকে নিয়ে তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মা’ দেখতে হলে গিয়েছিলেন তিনি। কিন্তু সিনেমার শো শেষে বের হওয়ার সময় এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পরীমণি। এতে রীতিমতো ভয় পেয়ে যায় অভিনেত্রীর ছেলে।

বুধবার (৩১ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমণি।

পাঠকদের জন্য অভিনেত্রীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে! কষ্ট পেয়েছি কারণ, আমার বাচ্চাটা অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে অনেকবার সিনেমা। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে। কিন্তু আজকে এমন উছশৃঙ্খল অবস্থা তৈরী করল কেউ কেউ, তাতে বাজে ভাবে আমার বাচ্চাটা ভয় পেল।

কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও বলতে পারি নাই তাদের সঙ্গে আমি! অথচ আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম। হল থেকে বেরোনোর সিঁড়িটার মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ।

আমি বার বার অনুরোধ করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেওয়ার জন্যে। আপনাদের মধ্যে অনেকেই বলছিল, আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্যে। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে বাচ্চাটা ভয় পেয়ে গেল। আপনারা বাচ্চাটার জন্যে একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন!

আর খুশি এই জন্যে যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর