Thursday, May 2, 2024

বঙ্গবন্ধু

মোল্লা আমীর হোসেন

তোমাকে খুঁজে পাই-
ভোরের সূর্যোদয়ে
আধার তাড়িয়ে যখন,
আলোর স্নিগ্ধতায়
জেগে উঠে বাংলাদেশ।
শুরু হয় যখন
কৃষক-শ্রমিকের এগিয়ে চলা।
তোমাকে খুঁজে পাই-
রাজপথে মুক্তির মিছিলে,
সংগ্রামী জনতা যেখানে
অধিকার আদায়ে সুদৃঢ় প্রত্যয়ী।
তোমাকে খুঁজে পাই-
ইতিহাসের পাতায় পাতায়
যেখানে পাঠক বিভাসিত হয়
মুক্তিযুদ্ধের চেতনায়,
জনে জনে জেগে উঠে বিজিগীষা।
তোমাকে খুঁজে পাই
সূর্যাস্তের মলীন পৃথিবীতে,
যেন পনেরো আগস্ট-
শোকে বিহ্বল প্রকৃতি।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর