Monday, May 6, 2024

ইনজুরি আক্রান্ত তামিমের খেলার সম্ভাবনা নিয়ে যা জানালেন লিটন

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট শুরুর আর খুব বেশি সময় বাকি না থাকলেও এখনও নিশ্চিত নয় তামিম ইকবালের খেলা। পিঠের ব্যথায় আসন্ন টেস্টে এই ব্যাটারকে পাওয়া যাবে কি না সেটি জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস। একই সঙ্গে টেস্ট অধিনায়ক হয়ে রোমাঞ্চিত না হলেও গর্ববোধ করছেন বলে জানান লিটন।

জানা গেছে, ব্যাক পেইনের পুরোনো ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। টাইগার ওপেনারের ইনজুরি নিয়ে বিসিবির চিকিৎসক বলেছিলেন, ‘তামিমের একটা ব্যাক প্রবলেম আছে। এটা পুরনোই, নতুন নয়। মাঝে মাঝে ব্যথা করে, আবার ঠিক হয়ে যায়। তামিমকে পর্যবেক্ষণ করা হচ্ছে।’

ঢাকা টেস্টে তামিমকে পাওয়া যাবে কি না এমন প্রশ্নের জবাবে লিটন বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাপার মেডিকেল টিম দেখবে অবশ্যই। তিনি যদি ফিট থাকেন ম্যাচ খেলবেন।’

টেস্ট অধিনায়কের স্বাদ পেতে যাওয়া লিটন দাস নিজের নতুন দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত না হলেও গর্বিত। তিনি বলেন, ‘বিশেষ কিছু না। এটা তো অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় কিছু, সেখানে অধিনায়কের দায়িত্ব পালন করা নিঃসন্দেহে গর্বের বিষয়।’

অধিনায়ক হলেও সেটি কোনো বাড়তি চাপ সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন লিটন। টাইগারদের নতুন এই অধিনায়ক বলেন, ‘এরকম কোনো কিছুই না। আপনি যদি ভাইস ক্যাপ্টেন্সি করবেন এমনও হয়েছে যে সাকিব ভাই মাঠের বাইরে গেছেন তখন আমাকে ১-২ ওভার হলেও অধিনায়কত্ব করতে হয়েছে। এটা নিয়ে তাই বাড়তি চিন্তা নেই।’

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর