Friday, May 3, 2024

ডি মারিয়া-মেসিদের ছাড়াই ইন্দোনেশিয়াকে হারাল আর্জেন্টিনা

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া বলে ম্যাচটিকে সিরিয়াসলি নেয়নি আর্জেন্টিনা। লিওনেল মেসি, ডি মারিয়া, নিকোলাস ওটামান্দিকে বিশ্রামে রাখার সিদ্ধান্তটা আগেই জানিয়ে দিয়েছিলেন ইন্দোনেশিয়া কোচ স্কালোনি।

গত বৃহস্পতিবার বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ী দলের ৭ জনকে ছাড়া খেলতে নেমে ও ইন্দোনেশিয়াকে প্রতিদ্বন্দ্বীতাকে লড়তে দেয়নি আর্জেন্টিনা। নিয়মিতদের ছাড়াই জাকার্তায় সোমবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২-০ গোলে।

খেলায় একতরফা প্রাধ্যান্য ছিল আর্জেন্টিনার। বলের দখল ছিল বিশ্বচ্যাম্পিয়নদের ৭৪ শতাংশ সময়। গোলপোস্টকে লক্ষ্য করে নেয়া ২১টি শটের মধ্যে ৭টি ছিল টার্গেটে। খেলার ২৯ মিনিটের মধ্যে গোলের তিনটি সহজ সুযোগ অপচয় করে আর্জেন্টিনা।

১৪তম মিনিটে হুলিয়ান আলভারেসের থ্রু বল ধরে বক্সে ঢুকে জিওভানি লো সেলসোর গোলের চেষ্টা নাস্যাৎ করেন ইন্দোনেশিয়ার গোলরক্ষক। ১৬ মিনিটের মাথায় গঞ্জালেজের তীব্র শট প্রতিহত করেন ইন্দোনেশিয়া গোলরক্ষক। ২৯ মিনিটের মাথায় অভিষিক্ত ফাকুন্দো বুনানোত্তির শট গোললাইন থেকে ইন্দোনেশিয়ার এক ডিফেন্ডার প্রতিহত করেন ফিরতি বলে আলভারেজের শটও প্রতিহত হয় ইন্দোনেশিয়ার ডিফেন্সে।

আর্জেন্টিনা গোলের দেখা পায় ৩৮তম মিনিটে। লিয়ান্দ্রো পেরেদেস-এর ডান পায়ে নেয়া দূরপাল্লার শট স্পর্শ করে গোলপোষ্টের জাল (১-০)। খেলার ৫৫ মিনিটের মাথায় লো সেলসোর কর্নার থেকে ডি বক্সে উড়ে আসা বল নিপুন হেডে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার রোমেরো (২-০)।

ব্যবধান বাড়ানোর সুযোগ অপচয় করেছে আর্জেন্টিনা খেলার শেষ দিকে।ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে থিয়াগো আলমাদার পাস থেকে আলেজান্দ্রো গার্নাচোর নেয়া বক্সের বাঁ পায়ের শট সাইড পোস্টের নিচে লেগে প্রতিহত হয়।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর