Sunday, May 5, 2024

ভিভোর ঈদ অফার, লাখপতি হওয়ার সুযোগ

ঈদের বাকি মাত্র কয়েকদিন। ঈদের খুশিতে দ্বিগুণ করতে র‍্যাফেল ড্র নিয়ে হাজির হলো ভিভো। গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর যেকোনো স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন এক লাখ টাকা ক্যাশ ব্যাক। ২০ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

র‍্যাফেল ড্র এর প্রথম পুরষ্কার হিসেবে থাকছে এক লাখ টাকা ক্যাশ ব্যাক, দ্বিতীয় পুরষ্কার হিসেবে থাকছে ভিভো ওয়াই৩৬, তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে দারুণ স্টাইলিশ ব্যাগ। এছাড়া চতুর্থ পুরষ্কার হিসেবে থাকছে ভিভোর কুল মগ এবং পঞ্চম পুরষ্কার হিসেবে থাকছে ডেটা অফার।

র‍্যাফেল ড্র তে অংশগ্রহণ করতে ভিভোর যেকোনো অথোরাইজড শো-রুম থেকে সংগ্রহ করতে পারেন ভিভোর স্মার্টফোন। চাইলে ভিভোর ওয়াই সিরিজের সর্বশেষ স্মার্টফোন ভিভো ওয়াই৩৬ কে ও রাখতে পারেন এই তালিকায়। আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত ব্যবহার অভিজ্ঞতা নিয়ে হাজির ভিভো ওয়াই৩৬।

ভাইব্রেন্ট গ্লোড এবং মিটিওর ব্ল্যাক রঙের ভিভো ওয়াই৩৬ এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল গ্রিপ গ্লাস। দৃষ্টিনন্দন ডিজাইনের সুরক্ষায় ব্যবহৃত হয়েছে ফ্লোরাইড এজি গ্লাস প্রযুক্তি। যা অন্য যেকোনো স্মার্টফোনের তুলনায় দেখতে বেশ নজরকাড়া। প্রিমিয়াম লুকের ভিভো ওয়াই৩৬ স্মার্টফোনের ব্যবহার করা হয়েছে সুপার পাওয়ার প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০। অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়ে ফানটাচ ওএস ১৩। রয়েছে ৮ জিবি র‍্যাম, আরো অতিরিক্ত ৮জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের বিশাল স্টোরেজ। ভালো মানের প্রসেসর এবং সুবিশাল স্টোরেজ স্মার্টফোনটির মাল্টিটাস্কিং এর ক্ষমতায় যুক্ত করেছে নতুন মাত্রা।

দুর্দান্ত ভিভো ওয়াই৩৬ এর কল্যাণে অবসান হয়েছে অ্যাপ পরিবর্তনে দীর্ঘ অপেক্ষার। এখন এক ট্যাপেই ওপেন করা যাবে যেকোনো অ্যাপ। সংরক্ষণ করা যাবে সকল অ্যাপ ডেটা। একসাথে ২৭ টির ও বেশি অ্যাপ রাখা যাবে ব্যাকগ্রাউন্ডে। দ্রুততম সময়ে অ্যাপ পরিবর্তন করে সময় ও শ্রম বাঁচাবে ভিভো ওয়াই৩৬।

পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি ও ৪৪ ওয়াটের সুপার ফ্লাশচার্জার স্মার্টফোনটির নিরাপদ চার্জিং নিশ্চিত করে শতভাগ। উন্নত প্রযুক্তির কল্যাণে দীর্ঘক্ষণ ব্যবহারেরও বেশি গরম হয়ে স্মার্টফোন নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। তাই গেইমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রলিং হবে বাঁধাহীন।

ভিভো ওয়াই৩৬ এ থাকছে ফটোপ্রেমীদের জন্য বিশেষ চমক। ৫০ এমপি রিয়ার ক্যামেরা এবং ২ এমপি বোকেহ এর পাশাপাশি এই স্মার্টফোনে রয়েছে ডাবল এক্সপোজার মোড। অনেকগুলো ছবিকে একসাথে কম্পোজ করে এস্থেটিক রূপ পেতে এই মোড একাই একশ। পাশাপাশি ক্যামেরার লেন্সের অ্যাপারচার ভালো হওয়ায় ভিডিও করার মাঝেই দুর্দান্ত ছবি তুলবে স্মার্টফোনটি। ভিভো যেকোনো অথোরাইজড শো-রুম এবং ই-স্টোর থেকে ২৬,৯৯৯ টাকায় সংগ্রহ করতে পারবেন ভিভো ওয়াই৩৬।

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওইয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন।

স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৪০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর