Friday, May 3, 2024

আফগানিস্তানের সংগ্রহ ৩৩১ রান, রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩১ রান তুললো সফররত আফগানিস্তান। ফলে সিরিজ সমতায় ফিরতে বাংলাদেশকে তুলতে হবে ৩৩২ রান।

সিরিজ রক্ষার ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন টাইগার দলনেতা লিটন কুমার দাস। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছে সফরকারীরা। টাইগার বোলারদের শাসন করে যান দুই আফগান ওপেনার। এরমধ্যে শতক পূর্ণ করেছেন রহমানুল্লাহ গুরবাজ। একই পথে রয়েছেন ইব্রাহিম জাদরানও।

এই দুই ব্যাটার আফগানিস্তানের পক্ষে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ডটি ছিল জাভেদ আহমেদী ও করিম সাদিকের। দুজন মিলে গড়েছিলেন ১৪২ রানের জুটি।

অবশেষে ওপেনিং জুটি ভেঙেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ওপেনিং জুটিকে আসে ২৫৬ রান। নিজের শতক পূরণ করা গুরবাজ থেমেছেন ১৪৫ রানে। মাত্র ১২৫ বলে খেলা তার এই ইনিংসটি ১৩টি চার ও আটটি ছয়ে সাজানো।

এরপর ব্যাট হাতে সুবিধা করতে পারেননি রহমত শাহ ও হাসমতউল্লাহ শহিদী। দুজনই ফেরেন ২ রান করেন। নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১০ রান। এদিকে গুরবাজের পর সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরানও। ১১৯ বলে ১০০ রানে আউট হন এই ব্যাটার।

এরপর মোহাম্মদ নবি ছাড়া ক্রিজে টিকতে পারেননি কেউই। ২০ রানে অপরাজিত থাকেন নবি। এছাড়া রশিদ খান ৬, আজমতউল্লাহ ওমরজাই ২ ও মুজিব উর রহমান বরেন ৫ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান। এছাড়া একটি উইকেটের দেখা পেয়েছেন ইবাদত হোসেন।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর