Sunday, April 28, 2024

হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খোয়ালেও টি-টোয়েন্টিতে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে বাংলাদেশ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় পেয়েছে টাইগাররা। এবার দ্বিতীয় ও শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানদের প্রথমবার হোয়াইটওয়াশ করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে মাঠে নামার আগে টস জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে আফগানরা প্রথমে ব্যাটিং করতে নামবে।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের একাদশে দুইটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট। টাইগার ওপেনার রনি তালুকদার ও পেসার শরিফুল ইসলাম একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের বদলে একাদশে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ।

অন্যদিকে সিরিজ ড্র করার লক্ষ্যে একাদশে একটি পরিবর্তন এনেছে আফগানরা। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার ওয়াফাদার মোমান্দের। তাকে জায়গা দিতে গিয়ে একাদশ থেকে বাদ পড়েছেন ফরিদ আহমেদ।

এবার আফগানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিততে পারলে দ্বিতীয়বারের মতো টানা তিন সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এর পরের সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল সাকিবের দল।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০৬ সালে অভিষেকের পর নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে শুধুমাত্র একবার টানা তিন সিরিজ জিতেছিল টাইগাররা। ২০২১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিল লাল সবুজের দল।

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামিম হোসেন পাটওয়ারী, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

আফগানিস্তানের একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ও ওয়াফাদার মোমান্দ।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর