Sunday, April 28, 2024

আইসিসি থেকে সুখবর পেলেন সাকিব-লিটনরা

ওয়ানডে সিরিজ হারলেও দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। পুরো সিরিজ জুড়েই দুর্দান্ত খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। যার পুরস্কারস্বরুপ এবার র‍্যাঙ্কিংয়েও সুখবর পেলেন সাকিব-লিটনরা।

আজ বুধবার (১৯ জুলাই) আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং অনুযায়ী, বোলিংয়ে সাকিব-নাসুমদের পাশাপাশি ব্যাটিংয়ে র‌্যাঙ্কিং এগিয়েছেন লিটনের। আফগানদের বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে ৪ উইকেট নেন সাকিব। যার সুবাদে বোলার র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ১৬তে উঠে এসেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আফগানদের বিপক্ষে দুই ম্যাচে মাত্র একটি উইকেট পেলেও। দুই ম্যাচেই নিয়ন্ত্রিত বোলিং করেন স্পিনার নাসুম আহমেদ। ৭ ওভারে মাত্র ৩৫ রান খরচ করেন তিনি। এমন বোলিংয়ের সুবাদে র‌্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৫০ থেকে ৩৩ এ উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার।

উন্নতি হয়েছে পেসার তাসকিন আহমেদের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩৫ থেকে ৩২ এ উন্নীত হয়েছেন তাসকিন। তবে তাসকিন উন্নতি করলেও অবনমন হয়েছে আফগান পেসার ফজলহক ফারুকীর। বোলারদের র‌্যাঙ্কিংয়ের ৬ থেকে ৭ এ নেমে গেছেন তিনি।

এদিকে, ব্যাটারদের মধ্যে এগিয়েছে ওপেনার লিটন দাস। দুই ধাপ এগিয়ে ২১ থেকে ১৯ এ উঠে এসেছে লিটন। তবে লিটন এগিয়ে গেলেও কিছুটা পিছিয়ে পড়েছেন আফগান ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ১৯ থেকে র‌্যাঙ্কিয়ের ২১ এ নেমে গেছেন এই ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন সূর্যকুমার যাদবই। সেরা দশে আর কোনো পরিবর্তন নেই। বোলারদের মধ্যে শীর্ষে রশিদ খান। আর অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরেই আছেন সাকিব। দুই নম্বরে থাকা ভারতের হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার ব্যবধান ৩৮ পয়েন্ট।

 

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর