Saturday, May 4, 2024

আবাসিক সমন্বয়কারীকে তলব করে ‘অসন্তোষ’, যা জানাল জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর টুইট করার পর তাকে তলবের প্রসঙ্গ উঠেছে সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক।

জবাবে দুজারিক বলেন, ‘যেকোনো সদস্যদেশের সরকারের পক্ষ থেকে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে তলব করাটা অস্বাভাবিক বিষয় নয়। সমন্বয়কারীর বলা কোনো কথার সঙ্গে সেই দেশের দ্বিমত থাকলে তলব করতেই পারে। এটাই যথাযথ প্রক্রিয়া।’

‘যখন কোনো বিষয় নিয়ে অসন্তোষ থাকে, তখন সদস্যদেশগুলো এ প্রক্রিয়া মেনে চলে। তবে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের দলের প্রতি আমাদের মহাসচিবের পূর্ণ আস্থা রয়েছে।’

গত সোমবার ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের দিন ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে হামলার শিকার হন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে পরদিন টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়েটকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ প্রকাশ করে সরকার।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বাংলাদেশে না থাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট ভারপ্রাপ্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর