Wednesday, May 1, 2024

এমবাপ্পের নতুন দাম নির্ধারণ করল পিএসজি

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির পিএসজি ছাড়ার পরই আলোচনায় ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মেসির মত এমবাপ্পেও পিএসজিতে থাকতে নারাজ। পিএসজি কৃর্তপক্ষও এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার তোড়জোড় শুরু করেছে। দাম কমিয়ে হলেও বিশ্বকাপজয়ী এই তারকাকে বিক্রি করে দিতে চায় ক্লাবটি।

গতকাল শুক্রবার (২৮ জুলাই) স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, এমবাপ্পেকে বিক্রি করতে বেশকটি ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছে পিএসজি। শোনা যাচ্ছে আল হিলালের কাছে ৩০০ মিলিয়ন দাবি করলেও রিয়াল মাদ্রিদের কাছে আরও কমে, অর্থ্যাৎ ২৫০ মিলিয়নে ছেড়ে দিতে আগ্রহী ক্লাবটি।

অবশ্য এমবাপ্পেকে নিতে পিএসজির এমন প্রস্তাবে আগ্রহী নয় রিয়াল। কারণ ১ বছর চুক্তি আছে, এমন খেলোয়াড়ের জন্য এত অর্থ খরচ করতে রাজি নয় রিয়াল। ২০০ মিলিয়ন হলে ভেবে দেখবে রিয়াল, এমনটাও শোনা যাচ্ছে।

মার্কা আরও জানিয়েছে, নেইমারকে কিনতে যে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিল পিএসজি, সেই রেকর্ড ভাঙতে চান পিএসজি মালিক নাসের আল খেলাইফি। ২৩০ মিলিয়ন হলেও এমবাপ্পেকে বিক্রি করে দিতে রাজি তিনি।

এমবাপ্পের চুক্তির মেয়াদ যেহেতু এখনও একবছর বাকি। সেই হিসেবে এখন বিক্রি না করলে একবছর পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। এর ফলে ক্ষতির মুখে পড়তে হবে ক্লাবটিকে। আর্থিক দিক বিবেচনায় রেখে যত দ্রুত সম্ভব এমবাপ্পেকে বিক্রি করতে চায় পিএসজি। তবে এমবাপ্পে রিয়ালে যেতে ১ বছর অপেক্ষা করার সিদ্ধান্তে অনড়। সবমিলিয়ে এই ইস্যুতে এমবাপ্পে-পিএসজির মুখোমুখি অবস্থান পরিস্থিতি আরও জটিল করে তুলছে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর