সম্প্রতি ইউটিউব টিভির ব্যবহারকারীদের জন্য মাল্টিভিউ ফিচার চালু হয়েছে। এত দ্রুত ফিচারটি চালু হবে তা অনেকেই ভাবতে পারেনি। চলতি মাসেই ইউটিউব তাদের ইউটিউব টিভির সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে। তারপরও গ্রাহকরা মাল্টিভিউ ফিচারের কথা বিবেচনা করে আগ্রহ দেখিয়ে চলেছে।
মাল্টিভিউ ফিচারের চাহিদা বিবেচনায় ইউটিউবও তাই ফিচারটি দ্রুত নিয়ে এসেছে। এই ফিচারের মাধ্যমে একইসঙ্গে একাধিক ভিডিও চালানো যাবে এবং ভিডিওগুলো একইসঙ্গে সিনক্রোনাইজ করা যাবে।