Sunday, April 28, 2024

প্রতিটি ম্যাচ চিন্তা করে প্রস্তুতি নেব, এশিয়া কাপ প্রসঙ্গে সাকিব

চলতি বছর ওয়ানডেতে দারুণ ছন্দে আছে বাংলাদেশ ক্রিকেট দল। বর্তমানের ওয়ানডে দলটাকে বলা হচ্ছে এযাবৎকালের সেরা। আসন্ন এশিয়া কাপ নিয়ে সবার প্রত্যাশাও তাই বেশি। দলের অধিনায়ক সাকিব আল হাসানও চান সেই প্রত্যাশা পূরণ করতে। ‘একটা একটা ম্যাচ ধরে’ এগোতে চান তিনি। বললেন, ‘প্রতিটি ম্যাচ নিয়ে চিন্তা করব এবং সেভাবেই প্রস্তুতি নেব।’

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আজ শনিবার (২৬ আগস্ট) মিরপুরে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট দল। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।

টুর্নামেন্টে বাংলাদেশের পরিকল্পনা নিয়ে সাকিব বলেন, ‘সবার আগে আমাদের ভাবনা হচ্ছে, প্রথম দুটো ম্যাচ খেলতে হবে। জিততে হবে। আমরা একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। এমন নয়, একবারেই কোথায় যাব সেটা ভাবছি। প্রতিটি ম্যাচ নিয়ে চিন্তা করব এবং সেভাবেই প্রস্তুতি নেব। যদি সুযোগ থাকে সব ম্যাচ জেতার চেষ্টা করব।’

এশিয়া কাপের আগে দীর্ঘ অনুশীলন করেছে বাংলাদেশ। ঝালিয়ে নিয়েছে নিজেদের। এই স্কোয়াড নিয়ে অনেকদূর যাওয়া সম্ভব বলে মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

স্কোয়াড নিয়ে সাকিব বলেন, ‘কোচ বলেছেন খুব ভালো প্রস্তুতি হয়েছে। আমিও যতদূর খোঁজ নিয়েছি, সবাই প্রস্তুত। আমার কাছে মনে হয়েছে, যে ধরণের প্রস্তুতি ও স্কোয়াড আছে, তা নিয়ে আমরা অনেকদূর যেতে পারব।’

এশিয়া কাপ খেলতে আগামীকাল রোববার (২৭ আগস্ট) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। এরপর তিন দিনের প্রস্তুতি শেষে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সাকিবদের এশিয়া কাপ মিশন

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর