Friday, December 27, 2024

জিমেইল না খুলেও মেইল সেন্ড করার উপায়

টেক ডেস্ক: বর্তমান সময়ে মেইল পাঠানোর সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম হলো জিমেইল। কম্পিউটার ছাড়াও মোবাইলেও খুব সহজেই জিমেইল ব্যবহার করা যায়। এর দারুণ একটি ফিচার রয়েছে। যা নাম মেইল শিডিউল। এর মাধ্যমে জিমেইল না খুলেও খুব সহজে মেইল সেন্ড করা সম্ভব।

জিমেইলে শিডিউলিংয়ের ফিচারটি যোগ করা হয়েছিলো ২০১৯ সালের এপ্রিলে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের অফিসের কাজ আরও সহজে করতে পারবেন। যদি নিজেদের ছুটির দিনে একটি মেইল পাঠাতে হয়, তার জন্য ল্যাপটপ বা জিমেইল ওপেন করার দরকার নেই।

এ ফিচারটি ভবিষ্যতে নির্বাচিত তারিখ এবং সঠিক সময়ে পাঠানোর জন্য মেইল প্রস্তুত করে রাখে। কেউ যদি মেইল শিডিউল করতে চান, তাহলে এটি খুব সহজে এবং কয়েকটি ধাপে সম্পন্ন করা যেতে পারে। চলুন জেনে নেই মেইল শিডিউলের উপায়।

কম্পিউটারে যেভাবে মেইল শিডিউল করবেন

ফিচারটি ব্যবহার করতে প্রথমেই আপনাকে জিমেইলে যেতে হবে। সেখানে গিয়ে একটি নতুন ইমেইল তৈরি করতে হবে। এরপর সেন্ড-এ ক্লিক না করে পাশের ড্রপ ডাউন অপশনে ক্লিক করতে হবে। এরপর নীল বোতামের পাশে থাকা ত্রিভুজটিতে ক্লিক করতে হবে। তারপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করতে হবে।

এ ধাপগুলো পার হওয়ার পর বার্তা পাঠানোর সময় নির্বাচনের অপশন আসবে। সেখান থেকে যে কোনো একটি অপশন বেছে নিতে হবে অর্থাৎ কোন সময়ে বার্তাটি পাঠাতে চান সে সময় এবং তারিখ নির্বাচন করতে হবে।

মোবাইলে শিডিউল করার উপায়

প্রথমেই মোবাইলে জিমেইল ওপেন করতে হবে। এরপর কম্পোজ অপশনে ক্লিক করে একটি নতুন ইমেইল লিখতে হবে। তারপর ওপরের ডানদিকে তিনটি ডট-এ গিয়ে সেখানে মেনু অপশনে ক্লিক করতে হবে। এরপর শিডিউল সেন্ড অপশনে ক্লিক করতে হবে।

তারপর পিক ডেট অ্যান্ড টাইম বিকল্প দেখতে পাওয়া যাবে। সেখানে নিজের পছন্দ মতো তারিখ এবং সময় নির্বাচন করতে হবে। তারিখ এবং সময় নির্বাচন করার পরে শিডিউল সেন্ড অপশনে ক্লিক করলে আপনার মেইলটি ভবিষ্যতের জন্য শিডিউল হয়ে যাবে।

- Advertisement -spot_img

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ খবর